জাবিতে ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা, সম্পাদক দিদার

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সুস্মিতা মরিয়মকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ দিদারকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পিন্সের উপস্থিতিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রফ্রন্ট জাবি সংসদের সভাপতি মাসুক হেলাল অনিক ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য পদে রয়েছেন- সহসভাপতি সম্পদ অয়ন মারাণ্ডী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (শোভন), দফতর সম্পাদক নিশাত তাসনিম (জুঁই), অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আরেফিন (শিশির), পাঠাগার সম্পাদক রেজিনা আহমেদ (স্বর্ণা), স্কুলবিষয়ক সম্পাদক কামরুন্নাহার শারমিন, সহসম্পাদক শাহাদাত নোমান।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কাইয়ুম, মো. তানজিরুল ইসলাম (রিফাত), জাহিদুল জাহিদ। এর আগে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের সর্বশেষ কমিটি ঘোষণা হয়েছিল ২০১৪ সালে।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবইমেলায় পাওয়া যাচ্ছে রেজাউল কারীমের ’খুচরো পয়সার গরিমা’