জাপানে অভিষেকের অপেক্ষায় ইনিয়েস্তা-তোরেস

পপুলার২৪নিউজ ডেস্ক:

স্প্যানিশ লিগ ছেড়ে গত মৌসুম শেষেই ‘এশিয়ার ব্রাজিল’ খ্যাত জাপানের ফুটবল লিগে নাম লিখিয়েছেন স্পেনের দুই সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও ফার্নান্দো তোরেস। দুজনেরই জাপানিজ লিগে অভিষেক হতে যাচ্ছে রোববার।

বার্সেলোনা থেকে ভিসেল কোভেতে যোগ দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে সাগান টসুতে গিয়েছেন তোরেস। রোববার লিগের দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচেই মাঠে নামবের এই দুজন। বিশ্বকাপের কারণে লিগের প্রথম ১৬ ম্যাচ হওয়ার পরে বিরতি টানা হয়েছিল।

বিরতি শেষ করে ভিসেল কোভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সোনান বেলমারের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৩টার সময় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে ইনিয়েস্তা বলেন, ‘আমি আশা করছি রোববার খেলতে পারব। কয়েক মিনিটের জন্য হলেও আমি মাঠে নামতে চাই, যদিও আমি শতভাগ ফিট নই।’

অন্যদিকে তোরেসের ক্লাব সাগান টসুর প্রতিপক্ষ ভেগালতা সেন্দাই। তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ম্যাচের আগের দিন জাপানিজ লিগে নিজের অভিষেকের ব্যাপারে উত্তেজনা প্রকাশ করেন তোরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাগান টসুর জার্সি হাতে ছবি আপলোড করে তিনি লিখেন, ‘প্রথমবারের মতো আমার নতুন দলের জার্সি গায়ে দেয়ার জন্য অপেক্ষার তর সইছে না।’

পূর্ববর্তী নিবন্ধমাহমুদুর রহমানের জামিনের পর ছাত্রলীগের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধনির্বাচনে ছেলের সমর্থন না পেয়ে প্রার্থীর আত্মহত্যা