জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় সেরা ব্যাংকের পুরষ্কার পেল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২২” প্রতিযোগিতায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৫৫০০ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে রূপালী ব্যাংক।

রূপালী ব্যাংক লিমিটেডের টিম RBL Cyber Warriors এর সেরা ব্যাংকের পুরস্কার পাওয়ায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিযোগীদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি সেলের উপ-মহাব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান, সিনিয়র প্রোগ্রামার জি. এম. ফারুক হোসেন এবং টিমের সকল সদস্যবৃন্দ।

এই প্রতিয়োগীতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান হতে ৫৩টি দলে প্রায় ২৪৭ জন প্রতিযোগী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের রাজশাহী এরিয়া অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা