জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মশিউর রহমান

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর ড. মোঃ মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর আবদুল হামিদ অ্যাডভোকেট ৭ মে থেকে ৪ বছরের জন্য মশিউর রহমানকে এ পদে নিয়োগ দেন।

ড. মশিউর রহমান এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি এস এস (সম্মান) ও এম এস এস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পার্বত্য চট্টগ্রামের নৃ-জনগোষ্ঠীর ওপর পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে তার শিক্ষকতা শুরু। তার পিএইচ ডি গবেষণা কর্ম সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এছাড়া বেশ কিছু গবেষণা-প্রবন্ধ দেশ-বিদেশের জার্নাল ও বইয়ের অধ্যায় হিসেবে প্রকাশিত হয়েছে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য।

তিনি স্কুল জীবন থেকেই বিতর্কসহ সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তার পিতা একজন মুক্তিযোদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধসাবেক স্ত্রীর সঙ্গে সিনেমা হলে হৃতিক