জাতিসংঘ প্রতিনিধি দলে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের আপত্তি

পপুলার২৪নিউজ ডেস্ক:
লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি দলে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে অন্তর্ভুক্তির ঘটনায় আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুটারেসের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়।

ফাইয়াদের প্রার্থিতার শেষে এক বিবৃতিতে এ আপত্তি জানান জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি।

তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দফতর থেকে আনষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের একটি।

বিবৃতিতে হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্বে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে দেখে খুবই হতাশ হয়েছে।

এ ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বনের চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

ফাইয়াদ আইএমএফ’র গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতিমুক্ত ফিলিস্তিন গড়ার জন্য কাজ করায় তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হন।

পূর্ববর্তী নিবন্ধশারজিল খান-খালিদ লতিফ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধমিরাজের প্রথম টেস্ট ফিফটি