জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে : আইজিপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:জঙ্গিবাদ, সন্ত্রাস, নব্য জেএমবি এবং তাদের নেটওয়ার্ক কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আজ সাংবাদিকদের বলেন, আমরা ইতিমধ্যে সন্ত্রাসী, নব্য জেএমবি ও জঙ্গিদের নেটওয়ার্ক এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারে ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

তিনি বলেন, দেশে ইসলামী স্টেট তথা আইএস এর কোনো অস্তিত্ব বা তাদের অবস্থানের প্রমাণ আমরা পাইনি। তিনি বলেন, দেশে গড়ে ওঠা সন্ত্রাসী বহিনী দেশের মধ্যে সন্ত্রাসী তৎপরতা চালানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘জিরো টলারেন্স’ তৎপরতার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার সন্ত্রাসী ও জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করার উদ্যোগ গ্রহণ করেছে। সেই সাথে অন্যান্য অপরাধকেও প্রতিরোধ করা হচ্ছে। তিনি বলেন, সরকার দেশি ও বিদেশিদের নিরাপত্তা দিতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।

আইজিপি বলেন, কূটনৈতিক এলাকার নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। তবে সরকার সন্ত্রাসী তৎপরতাকে ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে কঠোর হস্তে সকল প্রকার সন্ত্রাসী তৎপরতা দমনের সিদ্ধান্ত গ্রহণ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধ১০ লক্ষ মুসলিম নারীর স্বাক্ষর তিন তালাকের বিরুদ্ধে ভারতে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না : প্রধানমন্ত্রী