জগন্নাথপুরে ভূমিকম্প আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

6সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে ভূমিকম্পের সময় বাসা থেকে তড়িগড়ি করে বের হতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। এদিকে আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে এক মাদ্রাসাছাত্র।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে উপজেলার পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের ইদন মিয়া (৬০) দ্রুত ঘর থেকে বের হতে চেষ্টা করেন। প্রচণ্ড ঝাকুনিতে তিনি নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে ভূমিকম্প আতঙ্কে একই ইউনিয়নের পাটলি মাদ্রাসার ষষ্ট শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্র নাদিউর রহমান (১৩) মাদ্রাসার দোতলা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ক্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোরসালিন জানান, ভূমিকম্প আতঙ্কে এক বৃদ্ধ নিহত ও এক ছাত্র আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাইমন-আইরিন জুটির ‘মায়াবিনী’র গান প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধসোনম কাপুরের প্রেমিক