ছেলের ব্যবসার দায়িত্ব নিলেন বাবা!

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেয় সন্তানরা। প্রাচীনকালে রাজার পর ক্ষমতার মসনদে বসতে দেখা গেছে যুবরাজদের। আর ব্যবসায়ী বাবার দেখানো পথে ব্যবসা চালিয়ে কোটিপতিও হয়েছেন কত লোক। পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে সফলতার আস্বাদন পাওয়াটা তাই যেন আজ দস্তুরে পরিণত হয়েছে। কিন্তু, এর ঠিক উলটো পথে হাঁটলেন সালমান খানের বাবা সেলিম খান। সালমানের ব্যবসার ভার এবার নিজের কাঁধে তুলে নিলেন তিনি।

আসলে কয়েকদিন আগে অনেকদিনের পুরনো ব্যবসায়িক পার্টনার ট্যালেন্ট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন সলমন।

এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আগেও যেভাবে ব্যবসা চালাতেন সেই পুরনো পথেই হাঁটার সিদ্ধান্ত নেন তিনি। আর বর্তমানে তাঁর চিকিৎসা সংক্রান্ত ব্যবসার দায়িত্ব থাকা বাবা সেলিম খানের হাতেই সমস্ত ব্যবসা পরিচালনার ভার তুলে দেওয়ার পরিকল্পনা করেন। সেলিম খানও ছেলের ব্যবসা সামলানোর জন্য নিজের পুরো সময় দেওয়ার সিদ্ধান্ত নেন।

তাঁর অভিনীত গত কয়েকটি সিনেমা ভালো ব্যবসা দেওয়া পর বর্তমানে সালমান খান তাঁর কম্পানির মাধ্যমে ই-বাইসাইকেল ও জিম সংক্রান্ত সরঞ্জাম বাজারে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসালমানের গলায় জুতার মালা
পরবর্তী নিবন্ধনোয়াখালীর সুন্দলপুরের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু