ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়েছে বখাটেরা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়েছে বখাটেরা।

ধামইরহাট উপজেলার আড়ানগড় ইউনিয়নের আড়ানগড় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে ছাত্রকে উত্ত্যক্ত ও শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে। ঘটনার পর থেকে বখাটে ইমরান হোসেনসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আড়ানগড় গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বখাটে ইমরান হোসেনের (২৪) নেতৃত্বে একই গ্রামের রাসেল, আরমান, মারুফ ও নাহিদ ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করে আসছিল।

একপর্যায়ে গত ৬ এপ্রিল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করলে সহকারি গ্রন্থাগারিক খুরশিদ আলম স্বপন বাধা দেয়। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে রোববার বিকালে স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে আড়ানগড় নুরানী মাদ্রাসার কাছে ওই শিক্ষকের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথারি মারপিট করে।

বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল ঘটনার সত্যতা শিকার করেছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দেন।

ধামইরহাট উপজেলার নির্বাহী অফিসার সফিউজ্জামান ভুইয়া বলেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও শিক্ষককে মারপিটের ঘটনা প্রমাণ হলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না।

ভুক্তভোগী শিক্ষক খুরশিদ আলম স্বপন বলেন, তিনি বখাটেদের হুমকিতে ভয়ে আতংকিত জীবন যাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধতিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষা:সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধশাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে: অপু বিশ্বাস