ছাত্রলীগের শাবি কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সাংবাদিকদের ওপর হামলা ও ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কমিটি স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই দিনের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার সকালে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিনজনের নামে মামলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মাহমুদুল হাসান রুদ্র এবং পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র সাজ্জাদ রিয়াদ।

এছাড়াও মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মুহিতুল হক অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শনিবার বিকালে সিলেট নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাসে বেড়াতে যায়।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও তার অনুসারীরা তাকে লাঞ্ছিত করে।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সংবাদকর্মীকে পার্থের অনুসারীরা ঘটনাস্থলে মারধর করে এবং পরে সন্ধ্যায় আবারো সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা।

পূর্ববর্তী নিবন্ধপাংশায় গঙ্গা ব্যারেজ প্রকল্প বাতিল : পানিসম্পদ মন্ত্রী
পরবর্তী নিবন্ধকুমিল্লায় সংবাদপত্র হকারের ঘাতক গ্রেপ্তার