ছাতক থানার মুন্সির বিরুদ্ধে ঘুষ-দূর্নীতি অভিযোগ

নুর উদ্দিন (ছাতক প্রতিনিধি) পপুলার২৪নিউজ:

ছাতক থানার মুন্সি উত্তম দাসের বিরুদ্ধে সেবা ভোগীরা ঘুষ-দূর্নীতি অভিযোগ তুলেছেন। টাকা ছাড়া কোন কাজই তার কাছ থেকে আদায় করা সম্ভব নয় বলে অভিযোগ তুলেন তারা। ফলে বাধ্য হয়েই সেবা গ্রহনকারীরা উৎকোচ দিয়েই কাজ আদায় করে নিতে হচ্ছে। এ নিয়ে থানা থেকে সেবা গ্রহনকারী লোকজনের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মামলার নকল সংগ্রহ করতে গিয়ে সাধারন মানুষ মুন্সি উত্তম দাসের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েন। গুরুত্বপূর্ন মামলার নকল দিতে অনেক সময় মুন্সি মোটা অংকের ঘুষ দাবী ও আদায় করে থাকেন। বিদেশগামী যাত্রীরা মুন্সির কাছে আলাদিনের চেরাগের মতো। পুলিশ ভেরীফিকেশন ও যাত্রীদের পাসপোর্ট ক্লিয়ারেন্স দিতে বিভিন্ন জটিল পথ ও দীর্ঘ সময়ের কথা বলে মাত্রাতিরেক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদেশগামী যাত্রীরা পাসপোর্ট ক্লিয়ারেন্স নিতে এসে মুন্সি উত্তমের দর কষা-কষির মাধ্যমে কাজ হাসিল করতে হয়। অন্যতায় বিভিন্ন হয়রানীর শিকার হতে হয় বিদেশ যাত্রীদের। পাসপোর্ট ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন ও মামলার নকল সংক্রান্ত বিষয়ে মুন্সি উত্তম সেবা গ্রহনকারী সাধারন মানুষকে বেকায়দায় ফেলে অর্থ আদায় করে নিচ্ছে। সেবা ভোগি মানুষ মুন্সির হয়রানী থেকে মুক্তি পেতে থানার অফিসার্স ইনচার্জ ও কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে শিক্ষার্থীকে লাথি মারার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
পরবর্তী নিবন্ধছাতকে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ