ছাতকে সুন্নী ও কওমীদের সংঘর্ষ আপোষে নিস্পত্তির উদ্যোগ নিলেন মেয়র আবুল কালাম চৌধুরী

পপুলার২৪নিউজ ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সুন্নী ও কওমী সমর্থকদের সংঘর্ষের ঘটনা আপোষে নিস্পত্তির উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মঙ্গলবার রাতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সালিশ-বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধ পরিস্থিতি নিস্পত্তি করার উদ্যোগ নেয়া হয়েছে হবে বলে মেয়র আবুল কালাম চৌধুরী জানিয়েছেন। হত্যাকান্ডের কান্ডের ঘটনায় আইনী বিষয়টি ব্যতিরেখে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ফের না ঘটার লক্ষে এবং শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ গ্রহন করা হয়। উভয় পক্ষই আপোষের উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা শান্তি ভঙ্গের সব ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার নিশ্চয়তা দিয়েছেন বলে একটি সুত্র জানিয়েছে। উদ্যোগ দাতাদের মধ্যে রয়েছেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, নওশাদ মিয়া, দিলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া প্রমুখ। একটি নিরপেক্ষ স্থানে জনপ্রতিনিধি ও এলাকার বিচারিক গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সুবিধাজনক তারিখে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হবে বলে উদ্্েযাগদাতারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআরাফাত সানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ
পরবর্তী নিবন্ধবরকতউল্লাহসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা