ছাতকে রিপার মেশিনে ধানকাটা উদ্বোধন

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে রিপার মেশিনে ধানকাটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁর ইউনিয়নের বদিরগাঁর গ্রামের হাওরে দু’বিঘা জমির ধান রিপার মেশিনে কাটা হয়। ধান কাটা উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক। এসময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-সহকারী আলাউদ্দিন, সাহাব উদ্দিন, আনিছুজ্জামান, শামীমুর চৌধুরীসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে চেচানবাজার কৃষক প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন প্রাপ্ত উপজেলার ৬০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজী বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখায়াত হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকের চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর স্বামী বিবেকানন্দ পুরস্কার লাভ
পরবর্তী নিবন্ধবরিশালে নিখোঁজ তিন ছাত্রীর একজন উদ্ধার