ছাতকে বোরো ফসলহারা কৃষকদের প্রতিবাদ সভা

নুর উদ্দিন,ছাতক প্রতিনিধি, পপুলার২৪নিউজ:

ছাতকের সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের ফাটার হাওর, পনাগড় হাওর এবং ভোলাখালী হাওরের বোরো ফসলহারা কৃষকরা প্রতিবাদ সভা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ১০ গ্রামবাসীর উদ্যোগে জিয়াপুর-পরগনা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মাসুক মিয়া, সাব্বির আহমদ, সুনু মিয়া, আছাব আলী, সাবেক মেম্বার আঙ্গুর মিয়া, আব্দুর রশীদ, বাজার কমিটির সাধারন সম্পাদক আমজাদ হোসেন আশকর, মাও. মিসবাহ উদ্দিন, জিল¬ুল হক, সায়েম আহমদ, ফজলুল হক, সালেহ আহমদ, ডাঃ খলিলুর রহমান, এম তৈয়বুর রহমান, জুবায়ের আহমদ, গোলাম রব্বানী, আব্দুল আলিম, মহরম আলী, কবির উদ্দিন, সুজন মিয়া, নুর উদ্দিন, পায়েল মিয়া, আহকাম উদ্দিন, লাল মিয়া, বাবুল মিয়া, সুজাত মিয়া, মামুন আহমদ, নওহর উদ্দিন, সিকন্দর আলী, শফিক মিয়া, উকিল আলী, আলমগীর হোসেন, আফসার মিয়া, বশির উদ্দিন, শাহনুর মিয়া, ডাঃ রফিক মিয়া, নুরুজ্জামান, মুক্তার মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের ফাটার হাওর, পনাগড় হাওর এবং ভোলাখালী হাওরের বোরো ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে ও ১০ গ্রামবাসীর অর্থায়নে বেড়িবাঁধ নির্মান করা হয়ে ছিল। সিংচাপইড় ইউনিয়নের পরগনা বাজার-জিয়াপুর থেকে খাসগাঁও-ইসলামগঞ্জ পর্যন্ত হাওর রক্ষা বাঁধ গত দু’ বছর ধরে সংস্কার করে আসছে শ্রীপতিপুর, শক্তিয়ারগাঁও, গোয়াসপুর, হায়দরপুর, ভাতগাঁও, গাগলাজুর, সিংচাপইড়, জিয়াপুরসহ ১০ গ্রামের লোকজন। গত ৩১ মার্চ রাতে মাছ শিকারের জন্য এক ইউপি সদস্যের নেতৃত্বে আইনাকান্দি গ্রামের পূর্ব দিকে বাঁধের কিছু অংশ কেটে দেয়া হয়। পরবর্তীতে কাটা অংশ সংস্কার না করায় অকাল বন্যার স্রোতের তোড়ে প্রবল বেগে পানি প্রবেশ করে হাওরের ৩ সহশ্রাধিক একর বোরো ফসল তলিয়ে যায়। বেড়িবাঁধ কেটে বোরো ফসলের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছাতকের বিজনেস ডেলিগেট সেলিম চৌধুরী
পরবর্তী নিবন্ধছাতকে নোয়ারাই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন