ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক: গ্রেফতার ২৪

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির পার্শে পাইগাঁও ও খিদ্রাকাপন গ্রামবাসীর মধ্যে আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও ৯১ রাউন টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষে জড়িত ২৪জনকে পুলিশ গ্রেফতার করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জাউয়াবাজার ফাঁড়ি পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেও সংঘর্ষ থামাতে পারেনি। সংঘর্ষের প্রায় দুই ঘণ্টা পর খবর পেয়ে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের স্থানীয় কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল দুলন মিয়া জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার সাথে জড়িত ২৪জনকে পুলিশ আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির ছুটিতে বিএনপিপন্হী আইনজীবীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধ১৫০ পেরিয়ে ঢাকা অ্যাটাক