ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের ভাতগাঁও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। পরিষদের সদস্যদের অজ্ঞাত রেখে মনগড়াভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে ইউপি চেয়ারম্যানের আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একাধিক সদস্য। সরকারী বিভিন্ন প্রকল্প লুটপাটসহ কৃষক পুনর্বাসনের সরকারী সহায়তার চাল বিতরণেও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। এ ছাড়াও টিআর, কাবিখা, কাবিটা, হত দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে গৃহীত কর্মসৃজন কর্মসুচীসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রণয়ন ও বাস্তাবায়নে সদস্য-সদস্যাদের মতামত বা মাসিক সভা না করেই নিজ ইচ্ছায় এসব প্রকল্প নামমাত্র বাস্তবায়ন দেখিয়ে সরকারী অর্থ আতœসাত করে যাচ্ছেন। ফলে ইউপি সদস্যদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ। পরিষদের মাসিক সভা ও স্থায়ী কমিটির সভা করতে ইউপি চেয়ারম্যান সব সময়ই অনিহা প্রকাশ করেন বলে ইউপি সদস্যদের অভিযোগ। একাধিক ইউপি সদস্য জানান, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ধরনের ভাতাভোগীর তালিকা প্রণয়নে ইউপি সদস্যদের কোন ধরনের গুরুত দেয়া হচ্ছে না। ইউনিয়নের ২০১৬-১৭অর্থ বছরে আদায়কৃত প্রায় সাড়ে ৪লাখ টাকা ইউনিয়ন ট্যাক্সসহ অন্যান্য আয়-ব্যয়ের হিসেবেও রয়েছে অস্বচ্ছতা। চলতি বছরের টিআর ও কাবিটা প্রকল্পের টাকায় নিজের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করেছেন তিনি। কৃষি পুনর্বাসনের চাল সবসময়ই ৩০কেজির স্থলে ২৫কেজি বা ওজনে কম দিয়ে আসছেন প্রভাবশালী এ চেয়ারম্যান। ইউপি সদস্যা-সদস্যাগণের বরাদ্ধকৃত প্রকল্পের বিপরীতে শতকরা ১৫ ভাগ অর্থ নিয়ে মাষ্টাররোলে তিনি স্বাক্ষর করে থাকেন। পরিষদে বরাদ্দকৃত শতকরা ১ ভাগের টাকা দিয়ে তিনি নিজ বাড়ীর চেয়ার-টেবিল ক্রয় করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার আইনে তথ্যকেন্দ্রের উদ্যোক্তা নিয়মিত আয়-ব্যয়ের পরিষদে জমা দেয়ার কথা থাকলেও তা অজ্ঞাত কারনে তা পালন করা হচ্ছে না। পরিষদের কার্যসূচীর স্বচ্ছতা ও বাস্তয়নের জন্যে গঠিত বিভিন্ন স্থায়ী কমিটিগুলো শুধু কাগজে-কলমেই লিপিবদ্ধ রয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিগত মেয়াদেও তার বিরুদ্ধে সরকারী টাকা আতœসাতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছিল। সর্ব ক্ষেত্রেই চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারনে ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চি হচ্ছে। ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল জানান, নির্বাচিত সদস্যদের কোন মুল্যায়ন না করে চেয়ারম্যান ইচ্ছে মতো পরিষদ চালিয়ে যাচ্ছেন। পরিষদের কোন সভা করার প্রয়োজন মনে করেন না তিনি। দূর্নীতি ও অনিয়মের কারনে ওয়ার্ডবাসী সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ওয়ার্ড সভায় গৃহীত উন্নয়নমুলক সিদ্ধান্ত তিনি ক্ষমতাবলে বাতিল করে দিয়ে তার নিজ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে থাকেন। ইউপি সদস্য সুজন মিয়া জানান, চেয়ারম্যান সর্ব ক্ষেত্রে অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন। পরিষদের সদস্যদের অজ্ঞাত রেখে নামমাত্র কাজ করে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন। সঠিক তদন্ত হলে চেয়ারম্যানের সকল অনিয়ম ধরা পড়বে বলে নিতি দাবী করেন। ইউপি চেয়ারম্যান আওলাদ হেসেন ক্ষোভ প্রকাশ করে জানান, আমার প্রকল্প আমি নিজেই বাস্তবায়ন করছি। এখানে কার কি আসে যায়। আনিত অভিযোগ সব মিথ্যা ও বানোয়াট উলে¬খ করে তিনি জানান, টানা ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান তিনি। দূর্নীতি ও লুটপাটে তিনি বিশ্বাস করেন না।

পূর্ববর্তী নিবন্ধছাতকে শীতকালীন সফল সবজি চাষী কৃষক সমরোজ আলী
পরবর্তী নিবন্ধছাতকে বিএনপি নেতার পিতৃবিয়োগ সাবেক এমপি মিলনের শোক