চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের বিশ্ব রেকর্ড!

পপুলার২৪নিউজ ডেস্ক :

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির লড়াইটা শেষ হয়েছে পাকিস্তানের শিরোপা জয়ের মাধ্যমে। কিন্তু এখনো অনেক খুটিনাটি হিসেব, পরিসংখ্যান  ও রেকর্ড বের হচ্ছে। আর এবার এমনই এক বিশ্ব রেকর্ড গড়ল টিম বাংলাদেশ। টাইগারদের রের্ক্ডটাও আবার ভারতের বিপক্ষে।

সেমিফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে কোনও অতিরিক্ত রান না দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে মাশরাফি বাহিনী। বার্মিংহামের ম্যাচটিতে বাংলাদেশের আটজন বোলার বোলিং করলেও কোন অতিরিক্ত রান দেননি। আর এতেই ওয়ানডে ক্রিকেট নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে এ রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। চলতি বছর স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি দলটি।

আর টেস্ট এ রেকর্ডটি এখনো ভারতের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। আর ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি ভারত। -সূত্র: ক্রিকইনফো

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির গাড়িবহর আটকে মিডিয়ায় আলোচিত পুলিশ কর্মকর্তা!
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বেশি করে ড্রোন হামলা চালাবে আমেরিকা!