চীনে প্রথমবারের মতো কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি

পপুলার২৪নিউজ ডেস্ক:

3মাত্রারিক্ত কুয়াশার কারণে প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করেছে চীন। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশটির সরকার মঙ্গলবার পূর্ব ও উত্তারাঞ্চলের কয়েকটি অঞ্চলে অ্যালার্ট জারি করে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বুধবার বেইজিং, তিয়ানজিং, হেবেই অঞ্চলে ঘন কুয়াশার কারণে ৫শ মিটার দূরের জিনিস দেখা যাবে না বলে জানানো হয়েছে। কিন্তু হেনান, শ্যানডং, আনহুই ও জিয়াসু প্রদেশে ৫০ মিটার দূরত্বের জিনিস দেখা কঠিন হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
অপরদিকে বায়ু দূষণের কারণে বাতাসে অতিরিক্ত ধুলা থাকায় ২৪টি প্রদেশেও সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে দেশটিতে। এর সঙ্গে কুয়াশা যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে চীনের।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় ট্রাক উল্টে পুকুরে, নিহত ২
পরবর্তী নিবন্ধমধ্যরাতে ভূমিকম্পে ফের কাঁপল বাংলাদেশ