চাঁদাবাজি রোধে ৫৭টি ওয়ার্ডে গরু বিতরণ

পপুলার২৪নিউজ ডেস্ক :
চাঁদাবাজি রোধে ৫৭টি ওয়ার্ডে গরু বিতরণ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি ঠেকাতে আজ বিকালে নগরীর ৫৭টি ওয়ার্ড  ও প্রস্তাবিত ৯টি থানায় গরু বিতরণ করা হয়েছে। গাজীপুর ছয়দানা হারিকেন এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলমের উদ্যোগে বাস ভবন প্রাঙ্গনে আলোচনা ও গরু বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ কাজী মোজাম্মেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, আওমামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল, এড. মহিউদ্দিন মহি, এড.বাবুল, যুবলীগ নেতা বাদল ও ছাত্রলীগ নেতা মহিন মোল্লা প্রমুখ। আলোচনা শেষে লটারির মাধ্যমে প্রতিটি ওয়ার্ড নেতাদের হাতে গরু তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি।

পূর্ববর্তী নিবন্ধরংপুরে ৭০০ মেডিকেল টিম, ১০৩১ বিদ্যালয় বন্ধ
পরবর্তী নিবন্ধ৫ বছরের শিশু ধর্ষণের দায়ে মুয়াজ্জিন গ্রেফতার