চাঁদপুর-জামালপুরের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চাঁদপুর ও জামালপুরে স্কুলের শিক্ষার্থীদের বানানো মানবসেতুর ওপর দিয়ে জনপ্রতিনিধিদের হাঁটার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে সেতু বানিয়ে পার হওয়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের গ্রেপ্তার ২৮ নারীর রিমান্ডের আবেদন
পরবর্তী নিবন্ধশাহজাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলের মৃত্যু