চসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শাহেদা বেগম আর নেই

মুজিব উল্ল্যাহ তুষার :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেদা বেগম (৫৫) মৃত্যুবরণ করেছেন। তিনি চসিক নির্বাচনে বিএনপির ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড়ের মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি ছিলেন।মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী। তিনি জানান, বাকলিয়া মাজার গেইট এলাকায় বাদে যোহর বড়দিঘীর পাড়ে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন
করা হয়।
 শাহেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিআরটিসি বাসে লকডাউনে ক্ষতি ১ কোটি টাকা, বেকায়দায় চালকরা
পরবর্তী নিবন্ধশুধু করোনা ভাইরাস নয়,চুরির মহামারীও ঠেকাতে হবে : শাহেদ