চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। নির্বাচন কমিশনের কাছে আপিলও করেছেন তিনি।

শনিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নিপুণ। তিনি জানান, যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে কারচুপির শঙ্কা করছেন তিনি। ভোটের হিসাবেও গড়মিল পাওয়া গেছে।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগও করেছিলেন নিপুণ। জায়েদ খান চাদরের নিচ থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার দিবাগত ভোর ৫ টা ৪৫ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ১৭৬ ভোট, নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১০৩৭৮
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বার্টি