চবি হাল্ট প্রাইজের উদ্যোগে ‘ফুডপ্যাক্ট ফটোগ্রাফি কন্টেস্ট’ শুরু

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধিঃ
“ফুড ফর পজিটিভ ইম্প্যাক্ট” থিমকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হাল্ট প্রাইজ টিমের উদ্যোগে ‘ফুডপ্যাক্ট ফটোগ্রাফি কন্টেস্ট’ গতকাল (শনিবার) থেকে শুরু হয়েছে ।

এসডিজির সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে ছবি জমা দিতে হবে।

লক্ষ্যমাত্রাগুলো হলো- দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সু-স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনীতি, উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, বৈষম্য হ্রাস এবং সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার।

একজন প্রতিযোগী সর্বোচ্চ একটা ছবিই জমা দিতে পারবে।

সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় ছবি জমা দেয়া যাবে আগামি শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২০) পর্যন্ত।

ফেসবুক প্ল্যাটফর্মে পাবলিক ভোটিং ও বিচারকদের মার্কিংয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারন করা হবে।

অংশগ্রহনকারী প্রত্যেকের জন্যই থাকছে সার্টিফিকেটের ব্যবস্থা।

প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করা যাবে নিচের লিংকটি থেকেঃ

https://rebrand.ly/FoodPactPhotographyContest-HPCU

প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ইভেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট থেকে।

খাদ্যকে উন্নয়নের বাহন হিসেবে ধরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৭ টি বিষয়কে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে এক কোটিরও বেশি মানুষকে ভালোভাবে প্রভাবিত করতে পারে এমন চিন্তা-ভাবনা থেকেই এ বছরের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আয়োজক হাল্ট প্রাইজ গ্লোবাল টিম।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যাকাণ্ড : তদন্তের তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার রিট বাদ
পরবর্তী নিবন্ধমসজিদে বিস্ফোরণ : পরিবারপ্রতি ৫ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত