চবিতে হল তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার 

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারটি আবাসিক  হল তল্লাশি চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় চার বস্তা পাথর, রড ও রামদা পাওয়া যায়।
শনিবার (৩০ নভেম্বর) রাত ৯টায় শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী ও শহীদ আব্দুর রব  এই চারটি হল তল্লাশি চালানো হয়। টানা তিনদিন ধরে শাখা ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা শেষে এ তল্লাশি চালায় পুলিশ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ অফিসার মশিউর-দোলা রেজা বলেন, উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এতে ৩-৪ বস্তা পাথর ও কিছু লাঠিসোঁটাও রয়েছে। কাউকে আটক করা হয়নি, তবে ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে সেজন্য অভিযান চালানো হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান বলেন, পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন আগের মত শক্ত অবস্থানে যাবে। আমরা আপাতত চারটি হলে অভিযান চালিয়েছি। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা পাওয়া গেছে।
পূর্ববর্তী নিবন্ধবাবা-মায়ের ফেলে দেয়া সেই পঙ্গু মেয়ের মাসিক আয় ৫০ লাখ টাকা!
পরবর্তী নিবন্ধবিয়ের প্রস্তাব নারী পুলিশের, বর সেজে এসে ধরা