চট্টগ্রামে ১২ লাখ টাকার চোরাই কাঠসহ ট্রাক আটক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়ণ হাট এলাকা থেকে ১২ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর বন-বিভাগ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর বন-বিভাগের বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদের নির্দেশে শহর রেঞ্জ কর্মকর্তা রেজাউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এই কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়।
উত্তর-বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর রেঞ্জের একটি সশস্ত্র বনকর্মীদের অভিযানকারি ভুজপুর থানার নারায়ন হাট এলাকায় অভিযান পরিচালনা করা করা হয়। এই সময় একটি তুষের বস্তা বোঝাই একটি ট্রাক নারায়ণ হাট বাজার অতিক্রম করার সময় বনকর্মীদের সন্দেহ হয়।
পরে ট্রাকটি আটক করে এর ভিতরে তল্লাসী চালালে প্রায় ৫০০ ঘনফুট অবৈধ চম্পাফুল গাছ আটক করা হয়। আটকৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ১২ লাখ টাকা।
অভিযানকারি দলের বনকর্মী জাহাঙ্গীর আলম জানান, আটককৃত কাঠ ও ট্রাক চট্টগ্রাম উত্তর বন-বিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার অধিনায়ক হেরাথ
পরবর্তী নিবন্ধকাজ দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেব: সিইসি