চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ শুরু ১৩ মার্চ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা সিটির পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রাম নগরীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

রোববার ইসি সচিবালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ঢাকাতে স্মার্ট বিতরণ এপ্রিলেও চলবে। আর আগামী ১৩ মার্চ থেকে বিতরণ করা হবে চট্টগ্রাম সিটিতে।

আগমী সপ্তাহে প্রতিদিন দেড় লাখ করে কার্ড উৎপাদন করা হবে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যাপ্তি আরো বাড়বে বলে জানান মোহাম্মদ আব্দুল্লাহ।

স্মার্টকার্ড প্রাপ্তিতে সাধারণ মানুষের বিড়ম্বনার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে ইসি সচিব বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি উচ্চাবিলাসী প্রকল্প। দেশের ১০ কোটির বেশি মানুষকে স্মার্টকার্ড সরবরাহ করার মত লোকবল, প্রযুক্তিগত সাপোর্ট আমাদের নেই।

তিনি আরো বলেন, বর্তমানে যে অবস্থা তাতে ২০১৮ সাল নাগাদ ছাপাতেই সময় লাগবে। প্রান্ত্রিক পর্যায়ের মানুষের কাছে কার্ড পৌঁছাতেও একটু সময় লাগবে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফিজিকে উড়িয়ে বাংলাদেশের জয়