চট্টগ্রামে রেললাইনের পাশে আগুন: ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামে মহানগরীর দেওয়ান হাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। এতে সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে। এরপর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানালো জাতিসংঘ
পরবর্তী নিবন্ধজাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের বিদায়ী এমডি আব্দুছ ছালাম আজাদের শ্রদ্ধা