গ্র্যান্ড স্লাম উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রেকর্ড প্রাইজমানি

বিনোদন ডেস্ক : বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। আসন্ন আসরে খেলোয়াড়দের মোট ৪ কোটি ৩ লাখ পাউন্ড অর্থপুরস্কার দেওয়া হবে। এবার অল ইংল্যান্ড ক্লাবের প্রতিযোগিতায় থাকছে দর্শকরাও। তিন বছরে প্রথমবার দর্শকদের সামনে লড়াই করবেন খেলোয়াড়রা।

আয়োজকরা জানিয়েছে, পুরুষ ও মেয়েদের একক চ্যাম্পিয়ন পাবেন ২০ লাখ পাউন্ড করে। ঘাসের কোর্টের এই খেলা চলবে ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত।

অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান ইয়ান হেউইট বলেছেন, ‘প্রথম রাউন্ডা থেকে শুরু করে চ্যাম্পিয়নের মুকুট পাওয়া পর্যন্ত এই বছরের প্রাইজমানি বিতরণের লক্ষ্য হচ্ছে এই চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়রা কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রতিফলিত করা।’

গত বছর মোট প্রাইজমানি ছিল সাড়ে তিন কোটি পাউন্ডের একটু বেশি। দুই চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও অ্যাশ বার্টি চ্যাম্পিয়ন হয়ে পকেটে পুরেছিলেন ১৭ লাখ পাউন্ড করে।

পূর্ববর্তী নিবন্ধক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মাহিমা চৌধুরী
পরবর্তী নিবন্ধকলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের গুলি, নিহত ২