গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২ মার্চ বিএনপির অবস্থান কর্মসূচি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২ মার্চ ঢাকাসহ সারাদেশে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

তবে ঢাকার কোন স্থানে এ কর্মসূচি পালিত হবে তা পরে জানানো হবে বলে জানান রিজভী।

গত ২৩ ফেব্রুয়ারি ভোক্তা পর্যায়ে দেড় বছরের মাথায় গ্যাসের দাম বাড়ায় সরকার। দুই ধাপে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপের মূল্যবৃদ্ধি কার্যকর হবে। দুই ধাপে ৮ খাতে গড়ে ২২.০৭ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

ভোক্তা অধিকার সংগঠন, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন চেম্বারের নেতারা সর্বোপরি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের টেকনিক্যাল কমিটির সুপারিশ উপেক্ষা করে এ দফায় গ্যাসের দাম বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপিঠে ব্যথা হলে করণীয়
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত