গোপালগঞ্জ সেফটিক ট্যাংক মেরামত ও পরিস্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সেফটিক ট্যাংক মেরামত ও পরিস্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছে। জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির লেট্রিনের সেফটিক ট্যাংক মেরামত ও পরিস্কার করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি সদর উপজেলার আড়পাড়া ও মেরী গোপিনাথপুর গ্রামে। শুক্রবার দুপুরে উদ্ধার কাজ শেষ করে ফায়ার সার্ভিসের লোকজন তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মিহির মজুমদার নামে একজন শ্রমিক জানায়, একই সাথে তারা ৯ জন নির্মান শ্রমিক কাজ করেছিল ওই সেফটিক ট্যাংক মেরামতে। লেট্রিনের সেফটিক ট্যাংক পরিস্কার করতে প্রথমে জাহিদুল ইসলাম (২০)নামে এক শ্রমিক মই দিয়ে ভিতরে নামে। কিন্তু, বেশ কিছু সময় পার হয়ে গেলেও সে বেরিয়ে না আসায় নুর ইসলাম (২২) নামে অপর এক শ্রমিক ভিতরে নেমে সেও আর উপরে উঠে না আসায় সুমন মিয়া (৩৫) আগের দুইজন কি করছে তা দেখার জন্য মই বেয়ে নিচে নেমে আর ফিরে আসেনি।
পরে বিষয়টি অন্যান্যরা বুঝতে পেরে অন্য শ্রমিক ও এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহত ওই শ্রমিকদের লাশ উদ্ধার করে। লেট্রিনের সেফটিক ট্যাংকের মধ্যে জমে থাকা গ্যাসে ওই শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ভাবে ধারনা করা হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপাতানো ম্যাচ খেলে ফাইনালে পাকিস্তান?
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ফারুক খানের যাকাত বিতরন