গোপালগঞ্জ জেলাকে ভিক্ষুক মুক্ত করতে ভিক্ষুকদের তালিকা যাচাই বাছাই শুরু

 

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জ জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের তালিকা যাচাই বাছাই শুরু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। বুধবার ও আগের দিন মঙ্গলবার এ যাচাই বাছাই শুরু করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এসময় তিনি ভিক্ষুকদের কিভাবে পূর্নবাসিত করলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সে বিষয়ে মতামত নেওয়া হয়। তবে এ দুই দিনের বাছাইয়ে কয়েকটি ইউনিয়নের ৫৭ টি আবেদনের মধ্যে থেকে ২৭ টি আবেদন বাদ দেওয়া হয়েছে। বাকী ইউনিয়নগুলোর আবেদন পর্যায়ক্রমে বাছাই করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, গোপালগঞ্জ জেলাকে ভিক্ষুকমুক্ত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জ সদরে আট লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রকৃত ভিক্ষুকদের তালিকা করে তাদের পূর্ণবাসিত করা হবে। এরমধ্যে কাউকে মুদি ও স্টেশনারী দোকান এবং মহিলাদের গরু ও ছাগল কিনে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইরানে জোড়া হামলায় নিহত ১২, আহত ৩৯
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত