গোপালগঞ্জে ৬৯ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পপুলার২৪নিউজ, হায়দার হোসেন:
14গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।জেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬৯ পাউন্ড কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি গোপালগঞ্জ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের পুত্র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ৬৯ পাউন্ডের কেক কাটেন। পরে একে অপরকে কেক খাইয়ে দেন তারা। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারন সম্পাদক মোল্যা রনি হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি এসএম দ্বীন ইসলাম, সাধারন সম্পাদক নিউটন মোল্যাসহ আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনুরূপ কর্মসূচি পালন করে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরুয়েটে এখনো ২২৮টি আসন ফাঁকা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে শীত বস্ত্র বিতরণ