গোপালগঞ্জে রেল লাইনের গোপীনাথপুর ষ্টেশন পুনর্বহালের দাবীতে মানব-বন্ধন ও সমাবেশ

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে নির্মানাধীন রেল লাইনের প্রস্তাবিত গোপীনাথপুর কাজীপাড়ার রেলষ্টেশন পুনর্বহালের দাবীতে মানব-বন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজী পাড়ায় স্থানীয় বাসিন্দারা ঘন্টাকালব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে আশপাশের কয়েকটি ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ¦ কাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শরীফ রাফিকুজ্জামান, নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত হোসেন জুয়েল মোল্যা, সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী, কাজী সেলিম মোল্যা, কাজী জাকির হোসেন, শরীফ মিলন, শরীফ চঞ্চল প্রমূখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৩০ এপ্রিল গোপীনাথপুর ষ্টেশনসহ ৬টি ষ্টেশন বিশিস্ট ৪৩ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করেন। কিন্তু, বতর্মানে গোপীনাথপুরের কাজী পাড়ায় রেল ষ্টেশন নির্মান না করে অজ্ঞাত কারনে সেটি অন্যত্র নির্মান করা হচ্ছে। বক্তারা গোপীনাথপুরের কাজী পাড়ায় পুরনো নক্সা অনুযায়ী রেল ষ্টেশন নিমানের দাবী জানান। অন্যথায় তারা কাজীপাড়ায় রেল লাইনের চলমান কাজ বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে স্বামীর লাথিতে তাছলির মৃত্যু: স্বামী দুলাল গ্রেফতার
পরবর্তী নিবন্ধচীনের ক্যান্টন ফেয়ারে ব্যাপক প্রশংসিত হচ্ছে ওয়ালটন পণ্য