গোপালগঞ্জে জনসেবার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সরকারি দপ্তরে জনসেবার মানোন্নয়ন শীর্ষক সেমিনার। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক- প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক -প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস ড. মোহাম্মদ আবু ইউসুফ।
গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন লোক- প্রশাসন প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম,শেখ মোস্তফা জামান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জল বিশ্বাস প্রমূখ।
সেমিনারে জেলা ও সদর উপজেলার সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়ায় সিসিআরআইপির লভ্যাংশ বিতরণ
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত