স্পোর্টস ডেস্ক:
হারলেই বাদ পড়বে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু নিজেদের অস্তিত্বের রক্ষার ম্যাচেও প্রথম ইনিংসের ভালো কিছুর আভাস দিতে পারেনি প্যাট কামিন্সের দল। প্রতিপক্ষ গুজরাট টাইটানসের দুই ব্যাটারদের মার খেয়েছেন হায়দরাবাদের বোলাররা।
শুবমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে ৬ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে গুজরাট। অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকতে হলে হায়দরাবাদকে করতে হবে ২২৫ রান।
শুক্রবার ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন সুদর্শন (৪৩ বলে ৪৮)।
সুদর্শন আউট হলেও গিল ঠিকই ফিফটি করেন। ৩৮ বলে ৭৬ রানের (১০ চার ২ ছক্কা) অসাধারণ এক ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন তিনি। ডানহাতি এই ব্যাটারের ফেরায় গুজরাটের দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি ভাঙে।
ইনিংসের মাঝের ওভারগুলোতে ঝড় তোলেন জস বাটলার। ৩৭ বলে ৬৪ রানের (৩ চার ৪ ছক্কা) মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের স্কোর ২০০ পেরিয়ে গেলে আউট হন (১৯তম ওভারে) ইংলিশ ডানহাতি ব্যাটার।
জয়দেব উনাদখতের করা শেষ ওভারে ৩ উইকেট হারানোর বিনিময়ে ১২ রান তুলে দলীয় স্কোর ২২৪ এ দাঁড় করায় গুজরাট।
হায়দরাবাদের হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন উনাদখত। ১টি করে উইকেট পান প্যাট কামিন্স ও জিশান আনসারি।