গানের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন মুসলিম তরুণী

পপুলার২৪নিউজ ডেস্ক :

সন্ত্রাসী হামলা নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জেরে এক ফরাসি মুসলিম গায়িকাকে সঙ্গীত প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়েছে।

দেশটির টেলিভিশনে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের পর থেকেই সবার মনোযোগ কাড়তে পেরেছিলেন মেনেল ইবতিসেম।-খবর বিবিসি ও মেইল অনলাইনের।

সিরীয় বংশোদ্ভূত এই ফরাসি তরুণী আরবি ও ফরাসিতে গাইতে পারেন।

কিন্তু ২০১৬ সালে ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলার ধরন নিয়ে প্রশ্ন তোলা নিয়ে বিতর্কের জেরে তাকে প্রতিযোগিতার আসর ছাড়তে হয়েছে। ওই হামলায় ৮৬ জন নিহত ও ৪৩৪ জন আহত হয়েছিলেন।

প্রতিযোগিতায় ভাল পরফর্মেন্সের পর ইন্টারনেটে তাকে নিয়ে সাড়া পড়ে যায়।

শনিবারের পারফর্মেন্সের পর ২২ বছর বয়সী এই তরুণীর ওপর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে চাপ বাড়তে থাকে।

নিস হামলা নিয়ে তিনি বলেন, “এটা একটা নিয়মিত ঘটনা। সপ্তাহে গড়ে একটি করে হামলার ঘটনা ঘটছে। সন্ত্রাসীরও তাদের পরিচয়পত্র সঙ্গে রাখছেন। যখন আপনি খারাপ কিছু করার কথা ভাববেন, তখন নিজের পরিচয়পত্র সাথে নিতে ভুলবেন না।”

পরবর্তীতে তিনি ওই ফেসবুক পোস্ট মুছে দিন। কিন্তু কেউ স্ক্রিন শট নিয়ে রাখলে তা অনলাইনে ভাইরাল হতে থাকে।

নীল চোখের এই গানের শিল্পীর সন্দেহ, সব ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে সঙ্গে পুলিশ মূলহোতার নাম বলে দিচ্ছে। হামলাকারীর পোশাকের ভেতরে পুলিশ তার পরিচয়পত্র পেয়ে যায়। এটা কীভাবে সম্ভব? হামলাকারী পোশাকের ভেতর পরিচয়পত্র লুকিয়ে রাখেন। ২০১৫ সালে প্যারিস হামলায় সময়ও একই ঘটনা ঘটেছে। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিলেন।

পরবর্তীতে শিল্পী তার মন্তব্যের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, নিসে যখন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, তখন তার পরিবার সেখানে বাস্তিল দিবল উদযাপন করছিল। হামলা প্রতিরোধে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

অনুশোচনার পরেও তাকে ঘিরে বিতর্ক চলেছে। অবশেষে প্রতিযোগিতার আসর থেকে তাকে সরে যেতে হয়েছে।

168Shares
পূর্ববর্তী নিবন্ধজিততে হলে ইতিহাস গড়তে হবে টাইগারদের
পরবর্তী নিবন্ধশুরুতেই সাজঘরে তামিম ইকবাল