গাজীপু‌রে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
দুই দি‌নের প্রবল বর্ষ‌ণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গাজীপু‌রে ঢাকা-ময়মন‌সিংহ  মহাসড়‌কে তীব্র যানজট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার রাত থে‌কে যানজটের কারণে চান্দনা চৌরাস্তা হ‌তে টঙ্গী পর্যন্ত ১২ কি‌লো‌মিটার সড়কে স্থবিরতা নেমে এসেছে। এ ১২ কি‌লো‌মিটার পথ ১২ ঘন্টায়ও যে‌তে পার‌ছেন না যাত্রীরা।
এদিকে টানা বৃষ্টিতে গাজীপু‌রের বি‌ভিন্ন রাস্তাঘাট পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে। বৃ‌ষ্টির পা‌নি রাস্তা ছা‌পি‌য়ে অ‌নে‌কের বাসা বা‌ড়ি‌তে উ‌ঠে গে‌ছে।
বৃ‌ষ্টির কার‌ণে সাধারণ মানু‌ষের জীবনযাত্রা ব্যাহত হ‌চ্ছে। সকা‌লে যারা বাসা থে‌কে বের হ‌য়ে কর্মস্থ‌লে গে‌ছেন তা‌দের দুর্ভো‌গের অন্ত ছিল না।
রাস্তায় হাঁটু পা‌নি ভে‌ঙে অ‌নেক‌কে গন্ত‌ব্যে যে‌তে হ‌য়ে‌ছে। সব‌চেয়ে বেশ বিপা‌কে প‌ড়ে‌ছে স্কুল ক‌লেজগামী শিক্ষার্থীরা।
ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে যানজট পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, বৃ‌ষ্টির কার‌ণে এ সড়‌কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাইপাস মোড়, বাসন সড়ক, তারগাছ, কু‌নিয়া, সাইন‌বোর্ড এলাকায় রাস্তা পা‌নি‌তে ত‌লি‌য়ে রয়ে‌ছে।
এছাড়া বিআর‌টি  রো‌ডের কাজ চলায় বি‌ভিন্ন  স্থা‌নে  মহাসড়‌কে যানবাহন এক লে‌নে চলাচল করতে বাধ্য হচ্ছে। এর ফ‌লে এ সড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হ‌চ্ছে।
গাজীপু‌রের ট্রা‌ফিক পু‌লি‌শ জানায়, বৃ‌ষ্টির কার‌ণে রাস্তায় জলাবদ্ধতা এবং রাস্তার বি‌ভিন্ন স্থা‌নে গর্ত সৃ‌ষ্টি হওয়ায় ভা‌রী যানবাহন আট‌কে গি‌য়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।
স্থানীয় সাংবা‌দিক সাইফুল ইসলাম শাহীন জানান, তি‌নি শনিবার ভোর ৬টায় ঢাকা থে‌কে গাজীপু‌রের উ‌দ্দে‌শ্যে রওয়ানা দেন। বেলা সা‌ড়ে ১১টায় তি‌নি বোর্ড বাজার পর্যন্ত আস‌তে পে‌রে‌ছেন। গাজীপুর চান্দনা  চৌরাস্তা পর্যন্ত  আস‌তে  তার আর কত সময় লাগ‌বে তা অ‌নি‌শ্চিত।
পূর্ববর্তী নিবন্ধ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জলোচ্ছ্বাস হতে পারে
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য লন্ডন রওনা হলেন রাষ্ট্রপতি