গাজীপুরে ভাবী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মো. হাফিজ উল্লাহ দর্জি ও আলেয়া আক্তার।

মামলার বাদী পক্ষের আইনজীবী গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, কাপাসিয়া উপজেলার ভিটিরটেক এলাকায় জমির আইল কাটা নিয়ে ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধা সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে আফসার উদ্দিন ও তার স্ত্রী মোসা. রওশনারা এবং মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা খাতুনের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মাইন উদ্দিন ও তার স্ত্রী রওশনারা তাদের ভাই সফিউদ্দিনকে দা দিয়ে দিয়ে ও ভাবী রহিমা খাতুনকে কোদাল দিয়ে আঘাত করলে সফিউদ্দিন ও রহিমা খাতুন গুরুতর জখম হন। তাদের প্রথমে নরসিংদীর মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ জানুয়ারি রহিমা খাতুনের মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ভাই ফাইজুদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় আফসার উদ্দিন, মাইনুদ্দিন, রওশনারা ও জরিনাকে আসামি করা হয়।

মামলায় ১৬ জনের স্বাক্ষ্য নিয়ে দীর্ঘ শুনানির পর বুধবার দুপুরে ওই রায় প্রদান করেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধধামইরহাটে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধ১০৫ বছর বয়সেও বয়স্কভাতা পাননি কোমেলা বেগম