গাজীপুরে জজের বাড়িতে দুর্বৃত্তের আগুন

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
গাজীপুরে এক সিনিয়র সহকারি জজের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির বারিন্দার কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর সংলগ্ন দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের গ্রামের বাড়ি কাপাসিয়ার দরপাড়া গ্রামে। সেখানে বাবা ফজলুল হক মা ফরিদা বেগম ও বোন সোনিয়া বসবাস করেন।

রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আধাপাকা বাড়ির বারান্দায় রান্নার জন্য থাকা গাছের শুকনো পাতা ও লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে ঘর থেকে দ্রুত বের হয়ে আসেন জজের বাবা ফজলুল হক। পরে তিনি লোকজন নিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারি জজ সুলতান উদ্দিন প্রধান জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকে বারিন্দায় থাকা শুকনো পাতায় আগুন ধরে যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
পরবর্তী নিবন্ধসুস্বাদু ঔষধি ফল গাব