গাজীপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৬৭ জনকে কারাদণ্ড

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আজ শুক্রবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৬৭ জনকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া, বি এম কুদরতে খোদা ও এ কে এম গোলাম মোরর্শেদ খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর এলাকায় দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেল ব্যবসার নাম দিয়ে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছে প্রভাবশালী একটি মহল। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে জয়দেবপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় জয়দেবপুর থানা রোডে রাজমনি আবাসিক হোটেল ও জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে মোট ৬৭ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ একাধিক নারী খুনের অভিযোগ হারুনের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধখুলে দেওয়া হলো আখতারুজ্জামান ফ্লাইওভার