খালেদা জিয়ার সাজা টার্নিং পয়েন্ট : মওদুদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার বিষয়টিকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

দুর্নীতি নয় বিশ্বাস ভঙ্গের কারণে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

একইসঙ্গে খালেদা জিয়ার সাজার প্রতিক্রিয়া ব্যাপক ও গভীর হবে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই দণ্ডাদেশ দেন। খালেদার ছেলে তারেককে দেয়া হয়েছে ১০ বছর কারাদণ্ড। রায়ের পর খালেদা কারাগারে গেলেও তারেক পলা

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রায় ঘিরে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের