খালেদার চিকিৎসা শেষ হয়নি : হাইকোর্টে আইনজীবীরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার চিকিৎসা শেষ না করে কারাগারে নেয়ার অভিযোগ করে বিষয়টি হাইকোটের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করেছেন তার আইজীবীরা। পরে বিষয়টি নিয়ে লিখিত আবেদন করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি আদালতে উপস্থাপন করলে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে লিখিত আবেদন করতে বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির আজ (বৃহস্পতিবার) ধার্য থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যলয় মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে তাকে আদালতে হাজির করা হয়েছে।

টানা ১ মাস ২ দিন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর খালেদাকে আদালতে হাজির করা হলো। এর আগে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, আদালতে হাজিরা শেষ তাকে কারাগারে নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা দেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধশুনানি শেষে কারাগারে খালেদা জিয়া