খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচির কারণে প্রশাসন আজ (রবিবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত যে কোনও ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন জানান, পুলিশের অনুরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সুসম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল।

এই প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করলো।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কচুয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধমিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত