খাগড়াছড়ির গুইমারায় (এলজি )অস্ত্র উদ্ধার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি:
সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশী তৈরি একটি (এলজি )অস্ত্র উদ্ধার করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানায় সোমবার দিবাগত রাত ৩ টার দিকে জোনের আওতাধীন রামগড় দাতারাম পাড়া এলাকায় সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে ক্যাপ্টেন তানজিলের নেতৃতে যৌথবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে।যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত স্বচল একটি এলজি অস্ত্র রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে নিরাপত্তাবাহিনী ওই এলাকায় সাঁড়াশি অভিযান ছালিয়ে গামছায় মোড়ানো সন্ত্রাসীদের ব্যবহৃত এলজি অস্ত্রটি জব্দ করে। স্থানীয়রা বলছেন,দেশীয় তৈরি এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা সাধারন মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্রটি রামগড় থানায় জমা দেয়া হয়েছে এবং আইনগত কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ বেড়েছে সরকারি ৩ ব্যাংকের এমডিদের 
পরবর্তী নিবন্ধপ্রকৃতিতে শরৎ এলো আনন্দের বারতা নিয়ে