ক‌রোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:বিশ্বব্যাপী আতংক সৃষ্টিকারী করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে বাংলাদেশের এই সমস্যা মোকাবিলার সামর্থ্য রয়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’

করোনাভাইরাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা‌ বিশ্বব্যাপী এটা এখন একটা বড় সমস্যা। এ বিষয়ে আমা‌দের স‌চেতন হ‌তে হ‌বে। সাবধান থাক‌তে হ‌বে। ক‌রোনাভাইরা‌সের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয় দিকনির্দেশনা দিচ্ছে। আপনারা সবাই সেই দিকনির্দেশনা মেনে চলবেন। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। তাহলে যেকোনো সমস্যা আমরা সমাধান করতে পারব।’

প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতাসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সফলতা তুলে ধরে শেখ হাসিনা ব‌লেন, ‘সমাজের অর্ধেক অংশকে অকেজো রেখে, একটি সমাজ সঠিকভাবে চলতে পারে না। সে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। নারী যত শিক্ষিত হবে সমাজ তত এগিয়ে যাবে। আমাদের নারীরা এখন সর্বক্ষেত্রে পারদর্শিতা অর্জন করছে।’

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জেন্ডার গ্যাপ আমাদের এখানে উল্টে গেছে। আমাদের এখানে শিক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা কম। ছাত্রীরা পাসও ভালো করে, রেজাল্ট করে ভালো। ছেলেরা কেন পিছিয়ে আছে? জেন্ডার গ্যাপ পূরণ করার জন্য আমাদের এখন সেদিকে নজর দিতে হবে।’

অনুষ্ঠা‌নে পাঁচজন মহীয়সী নারী‌কে জয়িতা পুরস্কার তু‌লে দেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ম‌হিলা বিষয়ক মন্ত্রণালয় আয়ো‌জিত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন প্র‌তিমন্ত্রী ফ‌জিলাতুন‌ন্নেসা ইন্দিরা।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। রোববার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আক্রান্ত রোগীদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।

আইইডিসিআর জানায়, আক্রান্তদের দু’জন ইতালিফেরত। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।

ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস থেকে বাঁচতে যেভাবে হাত ধোবেন
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাস প্রতিরোধে রাস্তায় যে কাজগুলো করবেন না