ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করা হবে-এরশাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
19ক্ষমতায় গেলে আমরা সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর ১০টায় শুরু হয় বক্তৃতা পর্ব।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাসমাবেশে সভাপতিত্ব করেন।

সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে আবারও ঘোষণা দিয়েছেন পার্টির চেয়ারম্যান ।

তিনি বলেন, জাতীয় পার্টি বিগত নির্বাচনে এককভাবে যেসব নির্বাচন করেছে তাতে লাভবান হয়েছে। কিন্তু জোটগতভাবে গত তিনটি নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হতে চাই না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তোমরা প্রস্তুত হও। আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরগঞ্জে স্বতঃস্ফূর্ত হরতাল-রেলপথ অবরোধ চলছে
পরবর্তী নিবন্ধবছরের প্রথম দিন, ঊর্ধ্বমুখী দুই পুঁজিবাজার