ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের বেড়ে ১০, জরুরি অবস্থা জারি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ক্যালিফোর্নিয়ার নাপা প্রদেশের মেনডোছিনোতে আঙ্গুর বাগান থেকে ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন সোনোমা, দুইজন নাপা এবং একজন মেনডোছিনোর বাসিন্দা। এমন উদ্ভূত পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে।

স্থানীয় সময় গত রবিবার রাতে এ আগুনের সূত্রপাত হয়ে এখনও জ্বলছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

জানা গেছে, কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পারা এ দাবানলে প্রায় ১ হাজার ৫০০ বাড়ি ধ্বংস হয়েছে। বাতাসে বেগের পরিমাণ বেশি, কম আর্দ্রতা এবং শুষ্ক আবহাওয়া থাকায় কারণে আগুন খুব দ্রুতই বিস্তার লাভ করছে। সরকারি হিসাবে ৪৪ হাজার একর জমিও ইতোমধ্যে পুড়ে গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বহু মানুষ আহত হওয়া ছাড়াও কিছু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তবে মেনডোছিনোর আঙ্গুর বাগানটির প্রায় ১২ জন কর্মী নিরাপদ আশ্রয়ে আসতে সক্ষম হয়েছেন।

এদিকে এ দাবারলের কারণে প্রায় ২০ হাজার মানুষ ইতিমধ্যেই নাপা অঞ্চল ছেড়ে পালিয়ে গেছেন।

দমকল বাহিনীকে জরুরি ভিত্তিতে এ বন্য আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার সরকার। সরকারের মতে, দাবানল ধ্বংসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং আরও এক হাজারেরও বেশি ঘর-বাড়ির জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। পুড়ে যাওয়া দেড় হাজার বাড়ির বাসিন্দাদের পুনর্বাসনও জরুরি।

দেশটির আবহাওয়া অধিদফতর সান ফ্রান্সিসকো এলাকাকেও সতর্কতামূলক বার্তা দিয়ে জানিয়েছে, ওই এলাকায় যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলেও এভাবে দ্রুত ছড়াবে।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম দফায় মুক্তামনির অস্ত্রোপচার চলছে
পরবর্তী নিবন্ধখালাফ হত্যা মামলার আপিলের পুনঃশুনানি ১৭ অক্টোবর