কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনা কাছ থেকে প্রাপ্ত অর্থ বিতরণ শুরু করেছে ডিএসই

 

 


: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী চীনা কনসোর্টিয়ামের (সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ) কাছ থেকে ডিএসই’র ২৫ শতাংশ শেয়ার বিক্রির টাকা ডিএসই’র শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ শুরু করেছে। মঙ্গলবার থেকে এই চেক ডিএসই’র শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ শুরু হয়। গতকাল বিকাল পর্যন্ত প্রায় ৯০ জন শেয়ারহোল্ডার চেক গ্রহণ করেছেন। আজও চেক বিতরণ করবে ডিএসই। ডিএসইর ২৫০ সদস্যকে দুই ভাগে এ চেক দেয়া হচ্ছে। এক অংশের সদস্যদের পাওনা টাকা থেকে কোনো ট্যাক্স কাটা না হলেও অপর অংশের সদস্যদের টাকা থেকে ৫ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স কাটা হচ্ছে। ট্যাক্স কাটা হচ্ছে না ডিএসইর এমন সদস্য রয়েছেন ৩৬ জন। এ ৩৬ সদস্যের প্রত্যেকে তিন কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা করে পাচ্ছেন। বাকি ২১৪ সদস্য পাচ্ছেন তিন কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকা। এ বিষয়ে ডিএসইর এক পরিচালক জানান, যারা প্রথম দিকে সদস্য পদ কিনেছেন তাদের লেগেছিল এক লাখ টাকা। কিন্তু পরবর্তীতে সদস্য পদ কিনতে খরচ হয় ৩২ কোটি টাকার ওপরে। ৩২ কোটির ওপরে খরচ করে সদস্য পদ কেনাদের কোনো ক্যাপিটাল গেইন হয়নি। বরং তাদের আরও লোকসান হয়েছে। এমন সদস্য রয়েছে ৩৬ জন। সুতরাং এ ৩৬ সদস্যের কাছ থেকে কোনো ট্যাক্স কাটা হচ্ছে না। কিন্তু এক লাখ টাকায় সদস্য পদ কেনাদের ক্যাপিটাল গেইন হয়েছে। যে কারণে তাদের পাওনা থেকে পাঁচ শতাংশ হারে ট্যাক্স কেটে রাখা হচ্ছে। উল্লেখ্য, চীনের কনসোর্টিয়াম জোটটিকে ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চলতি বছরের ৩ মে অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি’র অনুমোদনের পর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চলতিবছর ১৪ মে চীনা জোটের সঙ্গে চুক্তি সই করে। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর ডিএসই চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে অর্থ গ্রহণ করে এবং ৪ সেপ্টেম্বর চীনের কনসোর্টিয়াম ডিএসই’র শেয়ার গ্রহণ করে। ঐ চুক্তি অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়াম ৯৪৬ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৬২৫ টাকার বিনিময়ে ডিএসই’র ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫ টি শেয়ার কিনে নেয়।

 

পূর্ববর্তী নিবন্ধসুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি ছাড়া সংলাপ ফলপ্রসূ হবে না : আইনজীবী সমিতি