‘কোহলির শরীরে কোনো নেতিবাচক হাড় নেই’

পপুলার২৪নিউজ ডেস্ক:

শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও একের পর এক সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। যারপরনাই ভাসছেন প্রশংসায় বন্যায়। এবার অধিনায়কের প্রশংসায় সরব হলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, কোহলি সবসময় জয়ের চিন্তা করেন। কখনও হারের কথা মাথায়ই আনেন না। দলের প্রত্যেকের মধ্যে তা ছড়িয়ে পড়ছে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন অশ্বিন। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। এখন তিনি বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঘূর্ণি জাদুকর বলেন, ‘কোহলির শরীরে কোনো নেতিবাচক হাড় নেই। তার তীব্র জয়ের বাসনা দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে পড়ছে।’

অশ্বিন বলেন, ‘কোহলি বিশ্বের সেরা অধিনায়কদের পাশে জায়গা করে নিয়েছে। তিনি এমন একজন দলপতি, যিনি সবসময় জেতার জন্য ঝাঁপিয়ে পড়েন। কখনও রক্ষণাত্মক হওয়ার চিন্তা করেন না।’

তিনি যোগ করেন, ‘অধিনায়কের এমন মনোভাব দলটাকেই চনমনে করে তুলেছে। দলের সবাই জানে, তাদের কাছে কী চাওয়া হচ্ছে। এ জন্যই দল সাফল্য পাচ্ছে।’

দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন দুই দেশের সাবেকদের সমালোচনার মুখে পড়তে হয় কোহলিকে। তাদের একহাত নিতে ছাড়েননি ভারতীয় তারকা স্পিনার, ‘পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটিই ব্যাটিং জিনিয়াসেরপ্রথম বিদেশ সফর। এখানে মাঝেমধ্যে একটু খারাপ সময় গেছে। তবে ভালোর পাল্লায় ভারী। এ জন্য তাকে কৃতিত্ব দেয়া উচিত।’

৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। হারলেও সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে মনে করছেন অশ্বিন, ‘টেস্ট সিরিজ আমরা হেরে গেলেও তুমুল লড়াই হয়েছে। প্রতিটি টেস্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা জয়ের কাছাকাছিও ছিলাম।’

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সুইস প্রেসিডেন্টের হাসপাতাল পরিদর্শন
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে দেয়ালধসে নিহত ১