কোস্টারিকায় ৬.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

পপুলার২৪নিউজ ডেস্ক:
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় রোববার রাত ৮টা ২৮ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা।

কোস্টারিকায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূগর্ভের ২০ কিলোমিটার গভীরে ছিল। খবর এএফপির।

এর আঘাতে দেশটির সমুদ্রসৈকত সংলগ্ন জনপ্রিয় পর্যটন শহর জ্যাকো কেঁপে ওঠে।

তবে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানার পর আগাম সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি সতর্ক কেন্দ্র।

দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আমরা কোনো সতর্কবার্তা পাইনি।

ভূমিকম্পের ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং উত্তেজিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

ভূমিকম্পের কিছু ভিডিওচিত্র থেকে দেখা যায়, রাজধানী সান জোসে ২ মিনিট ধরে ভবন কাঁপতে থাকে। জনসাধারণের ভাষ্যমতে, দেশজুড়ে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের সময়ে চ্যানেল সিক্স নামে একটি টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান চলছিল। কম্পন শুরু হলে ক্যামেরা ও চেয়ার-টেবিল কাঁপতে থাকে। একই সময়ে সুপারশপগুলোতে সাজানো বিভিন্ন পণ্য মাটিতে পড়ে যেতে থাকে।

ভূমিকম্পের ধাক্কা পানামা ও নিকারাগুয়াতেও পৌঁছে যায় বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধইরান-ইরাক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪৫
পরবর্তী নিবন্ধকঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৩